আখেরী মোনাজাতের মধ্য দিয়ে চরমোনাইর বার্ষিক ওয়াজ মাহফিল সমাপ্ত

এম.মিরাজ হোসাইন, বরিশাল ॥ মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করে গতকাল মঙ্গলবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী চরমোনাইর বার্ষিক ওয়াজ মাহফিল সমাপ্ত হয়েছে। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লীর উপস্থিতিতে অগ্রহায়নের এ মাহফিলের আখেরী মোনাজাত পরিচালনা করেন চরমোনাইর পীর সাহেব আমিরুল মুজাহিদীন সৈয়দ মাওঃ রেজাউল করিম। আখেরী মোনাজাত পূর্বক ফজর বাদ শেষ বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, আওয়ামী লীগ-বিএনপি বা জামায়াতের সমালোচনা নয় যারা ইসলামের বিরোধীতা করে তাদেরই সমালোচনা করি। এখন যে প্রচলিত রাজনীতি চলছে তা হচ্ছে পেটনীতি। আর আমরা যা করছি তা হচ্ছে রাজনীতি। কারণ আল্লাহ ও তার রসুলের কোরআন ও সুন্নাহর আলোকে সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলনই হচ্ছে সত্যিকারের রাজনীতি। পরে পীর সাহেব ময়দানে আগত মুসল্লীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তরিকার ছবক প্রদান করেন।

সকাল ৯টায়  আখেরী মোনাজাত শুরু হলে লাখ লাখ মানুষের ‘আমিন আমিন’ ধ্বনিতে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে। আল্লাহর কৃপা লাভের আশায়  মুসল্লীদের কান্নার রোল পড়ে যায়। আখেরী মোনাজাত শুরু হওয়ার আগেই দেশ-বিদেশের মুসল্লীদের আগমনে চরমোনাইর কোথাও তিল ধরণের ঠাঁই ছিল না। ফজরের নামাজের আগে থেকেই লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ নতুন করে মাহফিলের উদ্দেশ্যে রওয়ানা হয়। মোনাজাত শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চরমোনাইগামী মানুষের ঢল অব্যাহত ছিল। শেষ দিকের আগতরা মাঠের কোথাও স্থান না পেয়ে পার্শ্ববর্তী বিভিন্ন বাসা-বাড়ি, দোকান-পাট ও গাছের উপর উঠে মোনাজাতে শরিক হয়। একটানা ২০ মিনিট স্থায়ী এ মোনাজাতের সময় পীর সাহেব ও তার মুরিদরা তওবা ও অনুতাপের অশ্র“দিয়ে বিগত জীবনের পাপ মোচন করে আল্লাহর কৃপা লাভের জন্য আকুতি জানায়। পীর সাহেব আখেরী মোনাজাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের হেফাজত, ও সাধারণ মানুষের রুহের মাগফেরাত কামনা এবং বিশ্বব্যাপী নির্যাতিত মুসলিম উম্মাহর জন্য দোয়া কামনা করেন।