আগৈলঝাড়ায় ভিখারীনির বিরুদ্ধে বিএনপি নেতার মামলা দায়ের

আগৈলঝাড়া অফিস ॥ সহয় সম্পত্তি দখল করে নেয়ার জন্য মারধরের ঘটনার পর ভিখারীনির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতা আব্দুল লতিফ মোল্লা। এ খবর বৃহস্পতিবার সর্বত্র ছড়িয়ে পরলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার গৈলা কালুপাড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির একাংশের আহবায়ক আব্দুল লতিফ মোল্লা দীর্ঘদিন থেকে পাশ্ববর্তী বাড়ির মৃত কাসেম বেপারীর স্ত্রী ভিখারীনি ফরিদা বেগমের সহয় সম্পত্তি দখল করে নেয়ার চেষ্ঠা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৩ নবেম্বর লতিফ মোল্লা ও তার লোকজনে ভিক্ষুক ফরিদা ও তার মেয়ে খাদিজাকে মারধর করে আহত করে।

ফরিদা বেগম অভিযোগ করেন, অতিসম্প্রতি তিনি জানতে পারেন তার সম্পত্তি লতিফ মোল¬া জালজালিয়াতির মাধ্যমে ডিক্রি করে নিয়েছে। এ ঘটনায় তিনি (ফরিদা বেগম) আদালতে মামলা দায়ের করেন। মামলা থেকে রেহাই পেতে বিএনপি নেতা লতিফ মোল্লা গত বুধবার (৩০ নবেম্বর) রাতে ফরিদা বেগমসহ ৫ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

বিএনপি নেতার দায়ের করা মিথ্যে মামলা থেকে রেহাই পেতে ভিখারীনি ফরিদা বেগম প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।