সাংবাদিক নামধারী প্রতারক জিল্লুর ফের পুলিশের খাঁচায়

শাহীন হাসান ॥ প্রতারক ভুয়া সাংবাদিক জিল্লুর আবারও শ্রীঘরে। গতকাল দুপুরে (বিএমপি পুলিশ কমিশনার অফিস) ওয়াপদার ভিতর থেকে আটক করা হয় জিল্লুরকে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, ভুয়া সাংবাদিক পরিচয় দানকারী এসএম জিল্লুর রহমান ভাটারখাল এলাকার মিলন নামে হোটেল ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণা করে বাকিতে খাবার সহ নগদ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। গত ৬ মাস ধার হোটেল মালিক মিলন পাওনা টাকা চাইতে গেলে পত্রিকায় নিউজ করার ভয়ভীতি দেখায় জিল্লুর। গতকাল দুপুরে মিলন ও সাইদ ওয়াপদা কলোনীতে গিয়ে তার বাসায় টাকা চাইতে গেলে টাকা না দেয়ায় উভয়ের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে সংবাদ পেয়ে কোতয়ালী থানার এএসআই মহিউদ্দিন-(২) ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে। এই জিল্লুর ইতিপূর্বে ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করে জেল খাটে। ২ মাস আগে বরগুনা জেলার বামনা থানার দুস্থ এক বৃদ্ধার কন্যা শেবাচিমে ভর্তি হলে, তার কাছ থেকে ৪ হাজার টাকা নেয়। এর কয়েকদিন পরে শেবাচিমের ছালাম নামে এক রোগীর সার্টিফিকেট দেয়ার কথা বলে ৫ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করলে জনতা শেবাচিমের সামনে থেকে ধরে জুতা পেটা সহ গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে মুচলেকা দিয়ে কোর্ট থেকে জামিনে মুক্তি পায় জিল্লুর। এছাড়াও ভুয়া সাংবাদিক জিল্লুর নামে বরিশাল নগরের বিভিন্ন দোকানীরা টাকা পাবে বলে জানা গেছে।