গৌরনদী সংবাদদাতা ॥ প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদয়ি স্থায়ী কমিটির সদস্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস গতকাল শুক্রবার রাতে গৌরনদীর ঐতিহ্যবাহী টরকী বন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেছেন।
মন্দির কমিটির সভাপতি অমর রায় জানান, টরকী বন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির আঙ্গীনায় ৪৩তম ৪০ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস গৌরনদীর রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর স্বজল কাজী, খায়রুল খান, আওয়ামীলীগ নেতা আকবর হোসেন ফারুক, এইচ.এম জয়নাল আবেদীন, রাজু আহম্মেদ হারুন, টরকী বন্দরের বিশিস্ট ব্যবসায়ী ও হিন্দু ধর্মীয় নেতা ভোলা নাথ রায়, নিখিল রায়, কেশব রায়, অমর রায়, সমীর সরকার, শিশির কুন্ড. শেখর দত্ত বণিক।