নরসিংদীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৮ জন নিহত ॥ আহত অর্ধশতাধিক

নরসিংদীতে সংবাদদাতা: নরসিংদীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নারী পুরুষ ও বৃদ্ধসহ ৮ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টায় ঢাকা সিলেট মহাসড়কের সদর উপজেলার ভেলানগর ব্রীজের উপরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটার পর ঢাকা সিলেট মহাসড়কে প্রায় ঘন্টাকালব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঘটনাস্থলের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহত ও আহতদের জেলা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক।
নিহতরা হলেন, ঢাকার পীরেরবাগ এলাকার রবিউল ইসলামের ছেলে রিফাত (৮), তার বোন তানজিনা (২০), ময়মনসিংহের শরিফা খাতুন (৬০), অজ্ঞাতনামা যুবতী (১৬), অজ্ঞাতনামা মহিলা (২৪), অজ্ঞাতনামা যুবক (৩৭)। গুরুতর অবস্থায় ঢাকা নেয়ার পথে আরো অজ্ঞাতনামা দুই যুবক মারা গেছে বলে জানা যায়।
পুলিশ, আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চলনবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-০-১১-১৪৫৫) ও ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকাগামী অপর একটি যাত্রীবাহী বাস ( ঢাকা-মেট্রো-জ-১১-১০৮০) নরসিংদীর সদর উপজেলার ভেলানগর ব্রীজ এলাকা অতিক্রমকালে মুখোমুখী সংর্ঘষে ঢাকাগামী বাসটি ব্রীজের প্রায় ৫০ ফুট গভীরে খাদে পড়ে যায়। এসময় বাসের যাত্রীরা বাসের নীচে আটকা পড়ে। এতে ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে নেয়ার পর আরো ৩ জন মারা যায়। ঘটনার পর পাশ্ববর্তী লোকজন এসে আটকে পরা যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়। ঘটনার পর পর শিবপুর ও নরসিংদী সদর থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীদের উদ্ধার করে।

Normal 0 false false false MicrosoftInternetExplorer4

biwms`x‡Z gg©vwš—K moK `~N©Ubvq 8 Rb wbnZ \ AvnZ Aa©kZvwaK

biwms`x‡Z gg©vwš—K moK `~N©Ubvq bvix cyi“l I e„×mn 8 Rb wbnZ I Aa©kZvwaK AvnZ n‡q‡Q| MZKvj iweevi we‡Kj 3Uvq XvKv wm‡jU gnvmo‡Ki m`i Dc‡Rjvi ‡fjvbMi eªx‡Ri Dc‡i `ywU hvÎxevnx ev‡mi gy‡LvgyLx msN‡l© G `yN©Ubv N‡U| `yN©Uvi ci XvKv wm‡jU gnvmo‡K cÖvq N›UvKvje¨vcx hvbevnb PjvPj eÜ n‡q hvq| G‡Z NUbv¯’‡ji Dfq cv‡k `xN© hvbR‡Ui m„wó nq| wbnZ I AvnZ‡`i †Rjv m`i nvmvcvZv‡j fwZ© Kiv n‡q‡Q| AvnZ‡`i g‡a¨ 5 R‡bi Ae¯’v AvksKv RbK|

wbnZiv n‡jb, XvKvi cx‡iievM GjvKvi iweDj Bmjv‡gi ‡Q‡j widvZ (8), Zvi †evb ZvbwRbv (20), gqgbwms‡ni kwidv LvZzb (60), AÁvZbvgv hyeZx (16), AÁvZbvgv gwnjv (24), AÁvZbvgv hyeK (37)| ¸i“Zi Ae¯’vq XvKv ‡bqvi c‡_ Av‡iv AÁvZbvgv `yB hyeK gviv ‡M‡Q e‡j Rvbv hvq|

cywjk, AvnZ hvÎx I cÖZ¨¶`kx© my‡Î Rvbv ‡M‡Q, XvKv †_‡K †Q‡o Avmv Pjbwej cwien‡bi GKwU hvÎxevnx evm (XvKv †g‡Uªv-e-0-11-1455) I ˆfie †_‡K †Q‡o Avmv XvKvMvgx Aci GKwU hvÎxevnx evm ( XvKv-‡g‡Uªv-R-11-1080) biwms`xi m`i Dc‡Rjvi ‡fjvbMi eªxR GjvKv AwZµgKv‡j gy‡LvgyLx msN©‡l XvKvMvgx evmwU eªx‡Ri cÖvq 50 dyU Mfx‡i Lv‡` c‡o hvq| Gmgq ev‡mi hvÎxiv ev‡mi bx‡P AvUKv c‡o| G‡Z NUbv¯’‡jB 5 Rb I nvmcvZv‡j †bqvi ci Av‡iv 3 Rb gviv hvq| NUbvi ci cvk¦eZ©x ‡jvKRb G‡m AvU‡K civ hvÎx‡`i D×v‡ii ‡Póv Pvjvq| NUbvi ci ci wkecyi I biwms`x m`i _vbvi cywjk Ges dvqvi mvwf©‡mi Kg©xiv NUbv¯’‡j Dcw¯’Z n‡q hvÎx‡`i D×vi K‡i|