বিএমপি পুলিশের সপ্তাহব্যাপী অভিযানে অবৈধ যানবাহনের প্রায় কোটি টাকার রেজিস্ট্রেশন ফি আদায়

বরিশাল সংবাদদাতাঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সপ্তাহব্যাপী অভিযানের কাল প্রায় কোটি টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ সরকারি খাতে জমা হয়েছে। জানা গেছে, নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে কয়েক হাজার মামলা এবং ৩৭৬টি মোটর সাইকেল সহ প্রায় ৫ শত গাড়ি আটক হয়। এ তথ্য জানিয়েছেন, বিএমপি উপ-পুলিশ কমিশনার মো. জিল্লুর রহমান।

সূত্র জানায়, বরিশালে অবৈধ মোটর সাইকেল চালকদের উপর গত মাসে সপ্তাহব্যাপী নগরীতে একযোগে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এ সময় বিএমপি উপ-পুলিশ কমিশনার মো. জিল্লুর রহমান সহ সহকারী পুলিশ কমিশনারগন এবং থানা পুলিশ ট্রাফিক পুলিশকে সহায়তা করে। নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন চেকপোষ্ট বসায়। বৈধ কাগজপত্র নেই এমন মোটর সাইকেল আটক করা হয়। এর মধ্যে ৩৭৬টি মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি জমা পেয়েছে বরিশাল বিআরটিএ অফিসে। এতে প্রায় ৭০ লাখের টাকার বেশি সরকারি কোষাগারে জমা হয়। যাদের মোটর সাইকেল আটক করা হয়েছে তাদের অধিকাংশই এখন বৈধভাবে রেজিস্ট্রেশন করার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে।