চাকুরী সরকারিকরণের দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা আন্দোলনে যাচ্ছেন

শাহীন হাসান, বরিশালঃ ২৪ হাজার রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করার লক্ষ্যে শিক্ষক মহাসমাবেশে ঢাকায় যাচ্ছেন বাংলাদেশ রেজিঃ বেসরকারি প্রাথমিক শিক্ষখ সমিতির সদস্যরা। এ বিষয় শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব আবদুর রমিহ ভুইয়া তাদের ন্যায্য দাবির বিভিন্ন পদক্ষেপ ও আন্দোলনের কর্মসূচি জানান। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি একটি স্বাধীনতা উত্তর ভাঙ্গুর অর্থনীতির মধ্যে এক ঘোষণা দিয়ে ১৯৭৩ সালে প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করতে পারেন তাহলে আজ ডিজিটাল যুগে আপনার ২৪ হাজার বিদ্যালয়ক সরকারি করতে অসুবিধা কোথায়? এমন প্রশ্ন সম্বলিত শ্লোগানের তালে তালে একত্রিত হয়ে ১ লাখ শিক্ষক প্রধানমন্ত্রীর কাছে দাবি নিয়ে আগামী ২১ এবং ২২ ডিসেম্বর ঢাকায় অবস্থান করছেন। ২১ ডিসেম্বর দুপুর ২ টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিক্ষক মহাসমাবেশে অংশ গ্রহণ, ২২ ডিসেম্বর সকাল-সন্ধ্যা লাগাতার ধর্মঘট শিক্ষকদের। পরে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হবে। তিনি সরকারি ভাই-বোনদের উদ্দেশ্য করে বলেন, সকল কর্মসূচিকে সফল করার জন্য প্রয়োজনে মূল্যবান রক্ত দিয়েও ভয় না পেয়ে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহবান জানাচ্ছি। আমরা সমাজের সকল দুর্নীতি দূর করতে চাই। আসুন সবাই প্রধানমন্ত্রীকে আন্দোলনের মাধ্যমে সরকারি করার লক্ষ্যে প্রশ্ন করি। তিনি ঐক্রের সাথে একাত্মতা ঘোষণা করে দাবি আদায়ে নিজ অবস্থান থেকে সকল পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান।