অভিবাসী দিবস উপলক্ষে ব্র্যাকের মাসব্যাপী কর্মসূচী

নিজস্ব সংবাদদাতাঃ “নিরাপদ অভিবাসন গ্রাম বাংলার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে আগামি ১৮ ডিসেম্বর বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি যথাযোগ্য মর্যাদার সাথে বাংলাদেশে ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হতে যাচ্ছে।

ব্র্যাকের নিরাপদ অভিবাসন সহায়তা প্রকল্পের জেলা ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ জাকির হোসেন জানান, ব্র্যাক নিরাপদ অভিবাসন সহায়তা প্রকল্প-২০০৭ সন থেকে বাংলাদেশ সরকারের পাশাপাশি যথাযোগ্য মর্যাদার সাথে এ দিবস  পালন করে আসছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১১’কে সামনে রেখে ব্র্যাক নিরাপদ অভিবাসন সহায়তা প্রকল্প বরিশাল সেন্টারের আওতাধীন ৬টি উপজেলায় যথাক্রমে-বাবুগঞ্জ, উজিরপুর, গৌরনদী, কালকিনি, মাদারীপুর ও রাজৈর-এর গ্রাম পর্যায়ে  বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। অভিবাসী শ্রমিকগন কি ভাবে বৈধ পথে স্বল্প খরচে বিদেশ যেতে পারে, সরকারি ও বেসরকারি সেবাপ্রাপ্তি, অভিবাসীর অধিকার এবং অর্থনৈতিক উন্নয়নে রেমিট্রেন্সের ব্যবহার, সেই লক্ষ্যে মাসব্যাপী ব্র্র্যাক নিরাপদ অভিবাসন সাহায়তা প্রকল্প- গ্রাম পর্যায়ে গণ নাটক, কমিউনিটি সভা, উঠান বৈঠক, ওয়ার্ড মাইগ্রেশন ফোরাম সভা, বিদেশ গমনেচ্ছুকদের ওরিয়েন্টেশন, স্কুল/কলেজ কুইজ প্রতিযোগিতা, গ্রামে ও হাটে ভিডিও প্রদর্শনী, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে কর্মশালার মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য প্রদান ও সরবরাহ করে আসছে।