পটুয়াখালী বিশ্ববিদ্যালয় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ১৩ ডিসেম্বর

দুমকি সংবাদদাতাঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগীয় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’১১ আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, পবিপ্রবি’র কৃষি অনুষদের ডীন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামানকে আহবায়ক করে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’১১ আয়োজনের লক্ষে ইতোমধ্যে কমিটিও গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রতি বছরের ন্যায় এ বারেও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের সেরা মাধ্যমিক স্তরের মেধাবী শিক্ষার্থীরা জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড‘র প্রতিযোগীতায় অংশ নেবে। ইতোমধ্যে আয়োজক পরিষদের পক্ষ থেকে বরিশাল বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আমন্ত্রন জানানো হয়েছে। আয়োজক পবিপ্রবি’র কৃষি অনুষদের ডিন আ.ক.ম মোস্তফা জামান জানান, ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান বিষয় পাঠে উৎসাহিত করতে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড গুরুত্ব পূর্ন ভূমিকা রেখে আসছে। তিনি অংশ গ্রহনেচ্ছুক শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে  অনুরোধ জানিয়েছেন।