উত্তর পালরদীতে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে মঙ্গলবার সন্ধ্যায় তিন ভাইয়ের সমর্থকদের সাথে দফায় দফায় হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়গ্র“পের মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের হালিম মোল্লা ও হাচেন আলী মোল্লার সাথে তাদের অপর ভাই আবুল কাসেম মোল্লার জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জেরধরে হালিম ও হাচেন মোল্লার নেতৃত্বে তাদের সমর্থকেরা মঙ্গলবার সন্ধ্যায় আবুল কাসেম ও তার সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় উভয়গ্র“পের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষে উভয়গ্র“পের হারুন মোল্লা, মাহফুজ মোল্লা, মনির শরীফ, চায়না বেগম, বিলকিস বেগম, মিরন সরদার, হুমায়ুন মোল্লা, রিপন মোল্লা, সাদ্দাম খলিফা, রনি সরদার, ইউনুস মোল্লা, হালিম মোল্লা, হাচেন মোল্লাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।