“আগামি মুক্ত দিবস হোক যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ”

উম্মে রুম্মান, বরিশাল ॥ “আগামি মুক্ত দিবস হোক যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ”-এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বরিশাল মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সনের এই দিনে বরিশালসহ দক্ষিনাঞ্চলের অধিকাংশ জেলা ও উপজেলায় পাক হানাদার মুক্ত হয়েছিলো। বরিশালে মুক্তিযোদ্ধা সংসদ স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন, র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিনটি পালন করা হয়েছে।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোঃ কুতুব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য এমজি কবির ভুলু। বেলা ১১টায় সরকারি বালিকা বিদ্যালয় থেকে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালীতে নেতৃত্ব দেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোঃ কুতুব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য এমজি কবির ভুলু, ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), আওয়ামীলীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, মোখলেছুর রহমান, কাওসার আহমেদ প্রমুখ।