পুলিশ হচ্ছে জনগনের সেবক -ডিআইজি

মিজানুর রহমান মিজান, উজিরপুরঃ পুলিশ হচ্ছে জনগনের সেবক, পুলিশ বাহিনীর সেবার মান জনগনের দৌঢ় গোড়ায় পৌঁছে দিতে হবে।আইন সৃঙ্খলার উন্নয়নে পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা বৃদ্বি করতে হবে।

উজিরপুর মডেল থানায় বৃহস্পতিবার ওপেন হাউজডে ও কমিউনিটি পুলিশিং সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জের ডি,আই,জি ডাঃ মোঃ আব্দুর রহিম একথা বলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার দেবদাস ভট্রাচার্য্য। অফিসার ইন চার্জ সুকুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, এসএম জামাল হোসেন, এ্যাডঃ আমির হোসেন মিয়া, আক্রাম হোসেন হাওলাদার, সীমা রানী শীল, হাফিজুর রহমান ইকবাল প্রেস ক্লাব সভাপতি মহসিন মিয়া লিটন প্রমূখ। থানার বড়াকোঠা ইউনিয়নকে মডেল ইউনিয়ন ঘোষনা করা হয়।

অনুষ্ঠানে ডি আইজি-ইউ এন,ডি,পির, পিআরপির মাধ্যমে  উপজেলার ৫০ জন গ্রাম পুলিশের মধ্যে একটি করে  বাইসাইকেল, টর্চ লাইট, ছাতা এবং পুলিশ অফিসারদের মধ্যে ৫টি মটরসাইকেল বিতরন করেন।