হিজলায় দেশের সর্ববৃহৎ হোগলার বাজার

শুভব্রত দত্ত, বরিশালঃ বরিশাল হিজলা উপজেলায় হোগলার বাজার বাংলাদেশের সর্ববৃহৎ।  বৃহৎ মেঘনা নদীর পার ঘেষে পুরানো হিজলা বাজারে হাটের দিন ৫০ থেকে ৬০ হাজার হোগলা উঠে। হোগলা বুননের কাজ করেন এলাকার গরীব ও মৎস্য পরিবারের সদস্যগণ। এ কাজে প্রায় ১৫০টি পরিবার জড়িত রয়েছে। কোন কোন পরিবার হোগলা পাতা ক্রয় করে হোগলা বানিয়ে জীবিকা অর্জন করেন।

হোগলা বুননের কারিগর আয়শা বেগম বলেন, এক সময় এ কাজের মাধ্যমে সাচছন্দে চলে যেতে পরিবারের ব্যয়ভার। কিন্তু বর্তমানে সব কিছুর দাম বেড়ে যাওয়ায় এ কাজের মাধ্যমে কোন মতে সংসারের খরচ চলে। হোগলা ক্রয় করার জন্য এ বাজারে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, চাঁদপুর ও কুমিল্লার পাইকারগণ এসে থাকেন। তিনি আরো বলেন, আমাদের ৮০% লোক সমিতি থেকে টাকা উত্তোলন করে ব্যবসায় জড়িত রয়েছি বলে লাভ হয় কম।

অপর দিকে প্লাস্টিকের পাটি ও মাদুর তৈরী হওয়ায়-এর চাহিদা অনেকটা কমে গিয়েছে। পাইকারী ২০টি হোগলা বিক্রি হয় ৩৫০ থেকে ৭ শত টাকায়। হোগলা তৈরীর শ্রমিকদের দাবী সরকার যদি এ শিল্পের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে শতশত পরিবার ঋণের হাত থেকে রক্ষা পাবে এবং সরকারের রাজস্ব আয় হবে লক্ষ লক্ষ টাকা।