খালেদা জিয়ার এ দেশে রাজনীতি করার অধিকার নেই -হাসানাত আবদুল্লাহ

নিজস্ব সংবাদদাতা ॥ স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর কমান্ডার, আওয়ামীলীগের Awamiligকেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে স্বাধীন দেশে লং মার্চের নামে গাড়ি মার্চ শুরু করেছেন। যারা যুদ্ধপরাধীদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন, তাদের  স্বাধীন দেশে রাজনীতি করার কোন অধিকার নেই। গতকাল শুক্রবার বরিশাল জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, যুদ্ধপরাধীদের বিচারের দাবি এখন গণমানুষের দাবিতে পরিনত হয়েছে। কোন লং মার্চ-ই যুদ্ধাপরাধীদের বিচার কাজে বিঘ্ন ঘটাতে পারবে না।

আগৈলঝাড়া সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সকাল দশটায় শুরু হয়ে দিনব্যাপী অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোকলেচুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি পঙ্কজ দেবনাথ, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনি-এমপি, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফেরদৌসি জাহান মনি, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য শাহানারা বেগম, প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, আওয়ামীলীগ নেতা সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তরুন ঘোষ, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ শাহ আলম খান, গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ, ভাইসচেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগ নেত্রী সৈয়দা মনিরুন নাহার মেরী, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইসমাইল হোসেন, বানারীপাড়া আওয়ামীলীগের আহবায়ক সুভাষ শীল, আগৈলঝাড়া আওয়ামীলীগের আহবায়ক ইউসুফ মোল্লা, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহ, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জামাল উদ্দিন বাদল প্রমুখ। শেষে জেলা আওয়ামীলীগের ১৫ জন মৃত সদস্যর বিপরীতে ১৮ জন সদস্যকে কো-অপ্ট করা হয়েছে।
– খোকন আহম্মেদ হীরা, আগৈলঝাড়া থেকে ফিরে