শেবাচিম ছাত্রকল্যাণ পরিষদের মেয়াদ শেষ হলেও দায়িত্ব হস্তান্তরে গড়িমসি

শাহীন হাসান, বরিশালঃ শেবাচিম ক্যাম্পাস আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ছাত্র কল্যাণের মেয়াদ শেষ হলেও নতুন কমিটির নেই কোন গুঞ্জন। যার কারণে পর পর অনেকগুলো হামলা পাল্টা হামলার সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবারও যেকোন সময় ক্যাম্পাসে সংঘর্ষ হতে পারে। নেপথ্যের কারণ, সাবেক ছাত্র কল্যাণ পরিষদের নেতারা তাদের পদ হস্তান্তর করতে গড়িমসি করছে। তারা চাচ্ছে পদ আকড়ে ধরে রাখতে। আর সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে নতুন কমিটি। যার ফলে ক্যাম্পাস আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল ১নং হোস্টেলে দুই গ্র“পের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলেও পরে পরিস্থিতি শান্ত হয়। এ বিষয় কলেজ সাবেক অধ্যক্ষ ও ছাত্র কল্যাণের সভাপতি ডা. আবরার আহম্মেদ জানান, কমিটির মেয়াদ শেষ হওয়ার পর পর নতুন কমিটি হওয়া প্রয়োজন। না হলে তো বিশৃঙ্খলা সৃষ্টি হবেই। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ডা. শহিদুল ইসলাম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী শীঘ্রই নতুন কমিটি করার আশ্বাস দেন।