বরিশালে মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল বিভাগের মহাসড়কসহ অন্যান্য সকল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে গতকাল সোমবার বরিশাল বাস মালিক সমিতি ও বরিশাল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

আগামী ২০ ডিসেম্বররের মধ্যে সকল মহাসড়ক ও সড়কের সংস্কার কাজ শুরু করা না হলে ২০ ডিসেম্বর থেকে বরিশালসহ গোটা দক্ষিনাঞ্চলের ১১ জেলার সকল যাত্রীবাহী পরিবহন চলাচল অনিদৃষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার হুশিয়ারী দেয়া হয়।

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে বরিশাল-ঢাকা-পটুয়াখালী সড়কে বাসমালিক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিক ইউনিয়ন ট্রাক শ্রমিক ইউনিয়নসহ সকল প্রকার শ্রমিক সদস্যরা এ দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচী পালন করেন। বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের নেতা আঃ সবুর মল্লিক, হুমায়ুন কবির, বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ঈমান আলী বাবুল শরীফ প্রমুখ। শেষে নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন।