বরিশালে শিক্ষকদের কুঁড়ে ঘর নিয়ে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে স্কুল- কলেজ ও মাদ্রাসার শিক্ষকেরা সোমবার ভিন্নরকম প্রতিবাদ হিসেবে কুঁড়ে ঘর নিয়ে মানববন্ধন করেছেন।

সরকারি ও বেসরকারি শিক্ষকদের ১’শ টাকা করে বাড়ি ভাড়া প্রদান করার প্রতিবাদে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে ঘন্টাকালব্যাপী মানববন্ধন কর্মসূচী চলাকালীন সময় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ফ্রন্টের বিভাগীয় সভাপতি অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক হারুন-অর- রশিদ, অধ্যাপক আঃ খালেক, শিক্ষক নেতা মজিবর রহমান মাষ্টার, প্রফেসর আমিনুর রহমান খোকন, প্রফেসর রেজাউল করিম, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপিকা সালমা বেগম তরু প্রমুখ।

বক্তারা সরকারের প্রতি কঠোর হুশিয়ার উচ্চারন করে বলেন, অনতিবিলম্বে শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করা না হলে সকল স্কুল-কলেজ ও মাদ্রাসায় তালা ঝুলিয়ে অনিদৃষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।