বরিশাল ট্রাফিক পুলিশের নয়া ধান্ধা

বিশেষ প্রতিবেদকঃ বড় কর্তাদের চাপে বরিশাল ট্রাফিক বিভাগের অবৈধ আয় বন্ধ হয়ে যাওয়ার ফলে নয়া মিশনে নেমেছে বরিশাল ট্রাফিক বিভাগ। সূত্র জানায়, গতকাল রাতে আকস্মিক ভাবে টেম্পু শ্রমিক ইউনিয়নে কোন নোটিশ ছাড়াই অভিযান চালায় বরিশাল ট্রাফিক পুলিশ। গত ১০ ডিসেম্বর থেকে শুরু করে গতকাল সকাল পর্যন্ত প্রায় ১০টি মাহিন্দ্র গাড়ি আটক করে পুলিশ। যার নেতৃত্ব দেন টিএসআই হেলাল। এ সময়ে প্রত্যেক গাড়ি থেকে ওভারলোডের নামে অবৈধভাবে অর্থ আদায় করা হয়। এ খবর শুনে টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল হোসেন টিআই জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে অভিযান বন্ধের নির্দেশ দেন টিআই জাহাঙ্গীর। শ্রমিক ইউনিয়ন এবং পুলিশ সমঝোতায় গাড়ি চলাচল স্বাভাবিক হলেও বিগত শ্রমিক ইউনিয়নে হেরে যাওয়া সম্পাদক প্রার্থী স্বপন মোল্লার ভাই মিলন কয়েক মাহিন্দ চালককে নিয়ে নগরীর রূপাতলীতে সাময়িক সময়ের জন্য অবরোধ করে। বিষয়টি সম্পর্কে জানতে টিআই শাহ আলমের নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। ভবিষ্যতে যে কোন ধরনের অভিযানের পূর্বে যাতে টেম্পু শ্রমিক ইউনিয়নকে জানানো হয় এমন দাবি জানালেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।