বরিশালের সর্বত্র পালিত হচ্ছে মহান বিজয় দিবস

ষ্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলে আজ শুত্রবার নানান কর্মসূচী পালন করছে বরিশালের জেলা প্রশাসন সহ রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কর্মসূচীর মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে পুলিশ লাইনস মাঠে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী প্রতিষ্ঠান, বেসরকারী, স্বায়ত্বশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু উদ্যানে সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী করা হয়। এতে অংশ নেন এপিবিএন, বিএনসিসি, আনসার ও ভিডিপি, পুলিশ, বয় স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন শিা প্রতিষ্ঠান ও সংগঠন।

সকাল ১০টায় ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমি অভিমুখে শহীদ মিনার থেকে পদযাত্রা, কালেক্টরেট প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়, ও জাতীয় জীবনে সর্বত্র স্বনির্ভরতা অর্জন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন বিষয়ক আলোচনা এবং বিনামূল্যে পানেট ওয়ার্ল্ড শিশু পার্কে প্রবেশ এবং মেয়েদের জন্য অভিরুচি ও ছেলেদের জন্য বিউটি হলে চলচ্চিত্র প্রদর্শন চলছে। সাড়ে ১০টায় শিশু একাডেমীতে শিশুদের দেশাত্মবোধক গান ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপসানলয়ে বিশেষ প্রার্থনা করা হবে জোহর নামাজ বাদ। জেলখানা, হাসপাতাল, এতিমখানা, সরকারী শিশুসদনে দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত নৌবাহিনীর জাহাজ প্রদর্শন করা হবে কীর্তনখোলা নদীর বিআইডবিউটিএ ঘাটে। বঙ্গবন্ধু উদ্যানে বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক একাদশ বনাম মেয়র একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৫টায় সকল সরকারী ও বেসরকারী ভবনসমূহে আলোকসজ্জা করা হবে। সন্ধ্যা ৬টায় অশ্বিনী কুমার হলে আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।