টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজার শ্রদ্ধা নিবেদন করলেন আবুল হাসানাত – আগৈলঝাড়ায় বিজয় দিবস পালন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ  গোপাল গঞ্জের টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে আজ শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদন শেষে মাজার জিয়ারত করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক চীফহুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার সাথে ছিলেন, বরিশাল জেলা আওয়ামীলীগের জেলা কমিটির সদস্য আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান  বিজয় দিবস উপলক্ষে পুস্পমাল্য অর্পন করেন। অন্য দিকে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে র‌্যালী, আলোচনা সভাসহ বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে গৌরবের ৪০ তম বিজয় দিবস উদ্যাপন করেছে আগৈলঝাড়া প্রশাসন।

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে মাঠে দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস  পালন করা হয়েছে। স্বাধীনতা বিজয় মঞ্চে উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন উপজেলা  নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান  জসীম সরদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী মিয়া, আওয়ামীলীগ নেতা ইউসুফ মোল্লা, শিক্ষক যতিন্দ্র নাথ মিস্ত্রি। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুধীসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, দুর্নীতি প্রতিরোধ কমিটি, আওয়ামীলীগ ও অংগ সংগঠন, বিএনপি’র যুবদল দু’ভাগে বিভক্ত হয়ে আগৈলঝাড়া উপজেলা দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আহবায়ক আরিফ হোসেন ফিরোজ সমর্থকরা দিবসটি পালন করেন। অপর দিকে উপজেলা যুবদল সভাপতি আলী হোসেন ভুইয়া স্বপন পৃথকভাবে গৈলায় নিজ সমর্থকদের নিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান পালন শেষে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে যোগদান করে।