গৌরনদীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে শুক্রবার মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

এ উপলক্ষে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহআলম খান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী, বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম, প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মিয়া, সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম প্রমুখ। এরপূর্বে রাত ১২ টা ১ মিনিটের সময় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে উপজেলা, পৌর ও থানা প্রশাসন, আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সিসিডিবি, পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ, দলীত পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক বিণয় চন্দ্র ঋষির নেতৃত্বে পুস্প অর্পনের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রত্যুর্যে থানা পুলিশের উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

উপজেলা যুবলীগ ঃ উপজেলা যুবলীগের উদ্যোগে বিজয়ের ৪০ বছর পূর্তে উপলক্ষে প্রামান্য চিত্র প্রদশনী, রাত ১২ টা ১ মিনিটে আলোশিখা প্রজলন, আলোচনা সভা ও শহীদ মিনারের বেদীতে পুস্প অর্পনের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠিত সভায় উপজেলা যুবলীগ নেতা ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা রাজু আহম্মেদ হারুন, আবুল মোল্লা, আবু সাঈদ নান্টু, উপজেলা যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, আনিসুর রহমান আনিস, জামাল খন্দকার, পৌর কাউন্সিলর বকতিয়ার হাওলাদার, ফিরোজ রহমান, যুবলীগ নেতা সংগ্রাম বণিক গুপী, সবুজ শরীফ, ছাত্রলীগ নেতা অভিজিত বাইন অভি, সোহেল হায়দার, আবুল শরীফ, আরিফ শরীফ, আবু নোমান শাওন, শাহবুব সরদার, চন্দ্রন সাহা, সিয়াম, তপু, রুবেল প্রমুখ। মাহিলারা ডিগ্রি কলেজ ঃ বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে মাহিলারা ডিগ্রী কলেজের উদ্যেগে বিজয় র‌্যালী , ডিসপ্লে প্রদর্শন ও শহীদদের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের সহকারি অধ্যাপক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবীদ কে.এম আঃ রহিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোঃ জামাল উদ্দিন। বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যাপক এস.এম ইকতিয়ার হোসেন প্রমুখ। শেষে সাংস্কৃতিক প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

বাটাজোর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা প্রজন্ম ঃ বাটাজোর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা প্রজন্মের যৌথ উদ্যোগে বিজয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত হোসেন রাসুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা পরিমল চক্রবর্তী, আব্দুল খালেক বিশ্বাস, মুক্তিযোদ্ধার সন্তান বাদল চক্রবর্তী প্রমুখ।

চন্দ্রহার মাধ্যমিক বিদ্যালয় ঃ চন্দ্রহার মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিজয় র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন করা হয়েছে। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মজিবর রহমান মোল্লা।

বাটাজোর মাধ্যমিক বিদ্যালয় ঃ বাটাজোর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে র‌্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান শিক্ষক সদানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ক্ষিতিশ পাল, মাহবুব হাওলাদার, হুমায়ুন কবীর রিপন প্রমুখ।

বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা মহাবিদ্যালয় ঃ বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা মহাবিদ্যালয়ের উদ্যোগে র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ সামচুল হক।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে।