গ্রাহকদের চরম ভোগান্তি ॥ বিদ্যুত কর্তৃপক্ষের নিরব ভূমিকা – গৌরনদীর একই স্থানের বৈদ্যুতিক ট্যান্সফরমার তিনবার চুরি

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার একই স্থানের পল্লী বিদ্যুতের ২৫ কেভির ট্যান্সফরমার তিনবার চুরি হয়েছে। ফলে ওইসব এলাকার বিদ্যুৎ গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হলেও চুরি রোধে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কোন কার্যকরী ভূমিকা নিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ গত ১৬ ডিসেম্বর রাতের আধাঁরে সংঘবদ্ধ চোরেরা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্যান্সফরমারটি চুরি করে নিয়ে যায়। এরপূর্বে গত ৬ মাসে ওই একইস্থানের বৈদ্যুতিক খুঁটি থেকে দু’বার ট্যান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগে জানা গেছে, ট্যান্সফরমার চুরি হলেই অর্ধেকমূল্য গ্রাহকদের পরিশোধ করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্ণরায় ট্যান্সফরমার স্থাপন করেন। এরপূর্বে দু’বার ট্যান্সফরমার চুরির পর গ্রাহকরা জমির মধ্যের ওই নির্জন বৈদ্যুতিক খুঁটি থেকে ট্যান্সফরমারটি অন্যত্র (বাড়ির মধ্যের) বৈদ্যুতিক খুঁটিতে স্থাপনের আবেদন জানালেও কর্তৃপক্ষ ওই একইস্থানে ট্যান্সফরমারটি স্থাপন করে। ফলে পূর্ণরায় তৃতীয়বারের মতো গত ১৬ ডিসেম্বর রাতে ট্যান্সফরমারটি চুরি হয়।