পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করছে -সুবিদ আলী ভূঁইয়া, এম.পি

মাহ্ফুজ ইসলাম শিপলু, দাউদকান্দি ॥ বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, একটি মহল পরিকল্পিত ভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করছে। সরকারের সফলতায় ঈর্ষান্বিত হয়ে বিরোধী দল ইস্যু তৈরীর জন্য গুপ্ত হত্যা, বোমা হামলা সহ নানা অরাজকতা সৃষ্টি করছে। তিনি বলেন, অস্থিরতা ও অরাজকতা সৃষ্টি করে সরকারের উন্নয়ন কর্মকান্ড ঠেকানো যাবে না।

তিনি আজ রবিবার বিকেলে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন পরিষদ জয় বাংলা বাজারে ওই ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. আব্দুল মান্নান জয়, ড. কামাল উদ্দিন আহমেদ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাশেম সরকার, সাধ্রাণ সম্পাদক আহসান হাবিব চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ বশিরুল আলম মিয়াজী, বাসুদেব ঘোষ, এস.এম কেরামত আলী, মহিউদ্দিন সিকদার, জেবুননেছা, চেয়ারম্যান শাহজাহান, উপজেলা ছাত্র লীগের সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক জানে আলম রাসেল।