শিক্ষা বঞ্চিত গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

গৌরনদী সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী পৌরসভার ৩ নং ওয়ার্ড বানীয়াশুরী মহল্লা। চার বর্গকিলোমিটার এলাকার মধ্যে কোন প্রাথমিক বিদ্যালয় নেই। যার ফলে ওই মহল্লার শিশুরা গত ৪০ বছর ধরে ছিলো শিক্ষা বঞ্চিত। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিলো একটি প্রাথমিক বিদ্যালয় নির্মানের। দীর্ঘদিন পরে হলেও গতকাল সোমবার বিকেলে ডাঃ নুরুল হক প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপনের মধ্য দিয়ে এলাকাবাসির দাবি পূরন হলো।

এ উপলক্ষে স্থানীয়রা এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। বানিয়াশুরী তালুকদার বাড়ি ঈদগাহ মাঠ সংলগ্নস্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষানুরাগী আব্দুল হাকিম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম হোসেন, বরিশাল সদর উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর কাজী তৌফিক ইসলাম স্বজল, আতিকুর রহমান শামীম, উপজেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব মাসুম হাসান মিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সাবেক ভিপি জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কুতুবউদ্দিন, সহসভাপতি মোঃ মুনসুর আহম্মেদ, ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক মোঃ আবুল সিকদার প্রমুখ।
পরে প্রধান অতিথি ডাঃ নুরুল হক প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন শেষে দোয়া-মোনাজাত করেন।