মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিশুরা না জানলে এ জাতি পিছিয়েই থাকবে-ইউনুস

উম্মে রুমান, বরিশাল ॥ প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদিয় কমিটির সদস্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোৎ ইউনুস বলেন, প্রাথমিক স্তরের শিশুদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’র সঠিক ইতিহাস শেখাতে শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে । শিশুরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস না জানলে এ জাতি পিছিয়েই থাকবে । আজকের শিশুরা আগামীর জাতী গঠনে ভুমিকা রাখবে তাই তাদেরকে এবিষয়ে শিক্ষা প্রদান করা শিক্ষকদের গুরুদায়িত্ব । গতকাল সকাল ১১ টায় জাগরনী চক্র ফাউন্ডেশনের শিখন প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিংএ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশালের কনফারেন্স রুমে জাগরনী চক্র ফাউনেডশনের পরিচালক নূরুল ইসলামের সভাপতিত্বে লার্নিং শেয়ারিং মিটিংয়ে বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম ফারুক, ইউনিসেফের বরিশালের প্রধান তৌফিক প্রমূখ।