ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-বাস মালিক সমিতির সভাপতি, ব্যবসায়ী ও জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোঃ শাহআলম। নিয়োগ প্রাপ্তির পর তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, আমি প্রথমেই জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান ও নিরপেক্ষ মনোভাব নিয়ে সারা দেশে প্রশাসক নিয়োগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এ দায়িত্ব পালনে যেন আমি দলমত নির্বিশেষে সকলে সাথে মিলে মিশে কাজ করতে পারি সে লক্ষে সকলের সহযোগীতা কামনা করছি। সকলের সহযোগীতায় বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম সহ ভিশন ২০২১ সফল করতে পারি সে এ আশাবাদ ব্যক্ত করছি। ঝালকাঠি থেকে সরদার শাহআলমকে প্রশাসক নিয়োগ করায় ঝালকাঠির এমপি আমীর হোসেন আমু, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা ছাত্রলীগ, যুবলীগ, পিপি এ্যাডভোকেট আব্দুল মন্নান রসুল, শহর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি এনএস মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান নেছারাবাদি, ঝালকাঠি জেলা চেম্বার, থেকে সরদার শাহআলমকে অভিন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।