রূপাতলীতে মুক্তিযোদ্ধার জমি জবর দখল, খালেক বাহিনীর বিরুদ্ধে মামলা

শাহীন হাসান, বরিশালঃ বরিশাল নগরীর রূপাতলী এলাকায় জমি দখল নিয়ে দু’পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বরিশাল আদালতে মুক্তিযোদ্ধা মোকছেদ আলী বাদী হয়ে একই এলাকার মো. আবদুল খালেক ওরফে জাল খালেক ও তার ছেলে আবুল কাশেমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গতকাল বরিশাল অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে কোতয়ালী মডেল থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। আসামীদের বিরুদ্ধে ভূমিদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ আনেন বাদী মুক্তিযোদ্ধা মোকছেদ আলী। মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ ডিসেম্বর সকালে আসামীরা ২৪নং ওয়ার্ড রূপাতলী এলাকায় অজ্ঞাত লোকজন নিয়ে সজ্জিত হয়ে তার নিজস্ব জমি হইতে বেদখল করার পাঁয়তারা চালায়। একপর্যায়ে জমি মাপঝোপ শুরু করলে তাতে বাধা প্রদান করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা মারধর করে খুন জখম করার চেষ্টা চালায়। ইতোপূর্বে আসামীরা বাদীর নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল বলে মামলায় অভিযোগে উল্লেখ করেন। সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল রূপাতলী এলাকায় দু’পক্ষের মধ্যে সকালে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেয়। পরে স্থানীয় ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও বাদী মামলায় উল্লেখ করে আসামীরা এলাকায় ভূমিদস্যু হিসাবে পরিচিত। তাদের সকলকে এক নামে চেনে এবং ১নং আসামী মো. আবদুল খালেক হাওলাদার ওরফে জালা খালেক হত্যা মামলার আসামী। বিভিন্ন সময় এলাকাতে বসে সে চাঁদাবাজি করে থাকে। তারই প্রেক্ষিতে সে জমি দখল করতে যায়। কিন্তু এ জমি নিয়ে বিরোধ দেখা দিলে বাদী বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী কোতয়ালী থানার সহযোগিতায় ৫৬নং রূপাতলী মৌজার এস,এ ৪৩৫৩ নং দাগসহ অন্যান্য জমি আপোষ বণ্টনের মাধ্যমে ভোগ দখল করে আসছিল। একই ঘটনায় অপর পক্ষ কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেছে বলে জানা যায়।