সাইদ মেমন, বরিশাল ॥ থানায় বসে মদ পান করতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের হাতে ধরা পড়েছে ঝালকাঠীর সদর থানা ওসি আবুল খায়ের। বুধবার রাতে এ ঘটনার ঘটেছে থানার নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে।
ঝালকাঠী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে বলেন, এরকম একটি ঘটনার কথা শুনেছেন এবং বিয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে থানার ওসি (তদন্ত) মোঃ শাহাবুদ্দিন বলেন ভিন্ন কথা। তিনি ঘটনা অস্বীকার বলেন, ‘ওসি আবুল খায়ের বৃহস্পতিবার থেকে ছুটিতে আছেন’। বুধবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান থানা পরিদর্শন করেছেন স্বীকার করে ওসি (তদন্ত) মোঃ শাহাবুদ্দিন বলেন, ‘স্যার থানায় আসলে কনষ্টেবল তাজুল ইসলামকে মোবাইল ফোনে কথা বলতে দেখেন’। এতে তিনি ক্ষুদ্ধ হন-তখন কনষ্টেবল তাজুলকে সঠিক ভাবে দায়িত্ব পালন না করায় মৌখিক ভাবে সর্তক করেন। ওসি আবুল খায়ের মদপানের সময় হাতেনাতে ধরা পড়ার খবর শুনে রাতে শহরের সাংবাদিক, রাজনৈতিক ও উৎসুক জনতা থানার সামনে জড়ো হয়েছিলো। ঝালকাঠি পুলিশ সুপাররিনটেন্ডডেন্ট আব্দুল মজিদ বলেন, তদন্ত প্রতিবেদন পেলে বলতে পারব কি ঘটেছিলো।