শিশু পরিবারের শিক্ষার্থীর জন্য মেয়র হিরন’র আশ্বাস

বরিশাল সংবাদদাতাঃ সরকারি চাকুরির ক্ষেত্রে শিশু পরিবারের শিক্ষার্থীদের নির্ধারিত ১০% কোঠা বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন মেয়র হিরন। গতকাল দুপুর বারটায় সরকারি শিশু পরিবার (বালক) বরিশালের প্রাক্তন নিবাসী ছাত্রদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তৃতা করেন শওকত হোসেন হিরন। প্রধান অতিথি বলেন, বরিশাল সিটি কর্পোরেশনে আগামীতে এই পরিবারের উচ্চ শিক্ষিতদের অগ্রাধিকার দেয়া হবে এবং যে কোন সমস্যা সমাধানের আশ্বাস দেন। শিশু পরিবারের প্রাক্তন ছাত্র আবুল হাসানাত দুর্ঘটনায় পঙ্গু হয়ে যায়। তার চিকিৎসায় মেয়র হিরন তাকে ২৫ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহম্মেদ, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মনোজ কুমার ঘরামী, সরকারি শিশু পরিবারের উপ-আহবায়ক সাজ্জাদ পারভেজ প্রমুখ।