র‌্যাব পরিচয় দিয়ে দাউদকান্দিতে বাড়ীর কেয়ার টেকারের কন্যাকে পুড়িয়ে হত্যা

মাহ্ফুজ ইসলাম শিপ্ল, দাউদকান্দি ॥ র‌্যাব পরিচয় দিয়ে ২৫ ডিসেম্বর রোববার ভোর ৪টায় দাউদকান্দি সদরের পাথর ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাড়ীর কেয়ারটেকার হযরত আলীর কন্যা রীনা (২২) কে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

নিহত রীনার বাবা হযরত আলী, পুলিশ এবং সাংবাদিকদের বলেন, ভোর ৪ টায় ৩ জন লোক বাড়ীতে এসে র‌্যাব পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে। দরজা খোলার পর তারা বাড়ীর মালিক শাহজাহানকে খোজাখুজি করে না পেয়ে হযরত আলীকে কুসান চেয়ারের সাথে হাত-পা বেধে মারধর করতে চায় এমন সময় তার মেয়ে রীনা এসে তাদেরকে বাধা দিলে তারা কেরসিন ঢেলে ঘরে ভিতর আগুন লাগিয়ে দেয়। রীনার গায়ে আগুন লাগলে সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে। এমন সময়ে দোতলা এবং পার্শ্বের রুমের ভাড়াটিয়ারা তাকে সাহায্য  করার জন্য এগিয়ে আসার চেষ্টা করলেও ভাড়াটিয়াদের প্রত্যেকের রুমের দরজা বাহির থেকে সিটকারি দিয়ে আটকে রাখায় তারাও অসহায় অবস্থায়  ভিতর থেকে হৈ চৈ শুরু করে। আর এরই মধ্যে রীনা আগুনে পুড়ে মারা যায়। নিহত রীনার বাবা হযরত আলীকেও মারাত্মকভাবে আহত আবস্থায় উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য রীনার লাশ মর্গে প্রেরণ করা হয়। মামলার প্রস্তুতি চলছে। পুলিশি তদন্ত শুরু হয়েছে।