পুলিশের উপস্থিতিতে ॥ কৃষ্ণ ভক্ত হরিভক্তদের সালিশ বৈঠক

কড়া পুলিশ প্রহরায় কৃষ্ণ ভক্ত বনাম হরিভক্তদের মধ্যে দীর্ঘদিনের বিবদমান দ্বন্ডের অবসান হয়েছে গতকাল শুক্রবার এক সালিশ বৈঠকের মাধ্যমে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, বরিশালের উজিরপুরের হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রামের হরিভক্ত হরবিলাশ গাইন ও একই বাড়ির কৃষ্ণভক্ত চিত্ত গাইনের এবং তাদের সহযোগীদের সাথে দীর্ঘদিন থেকে ধর্মীয় ভেদাভেদ নিয়ে বিরোধ চলে আসছিলো। চলতি বছর হরবিলাশ গাইনের মেয়ে বিবাহকালীন ওই দ্বন্ড সামাজিক আকার ধারন করে। একপক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে তখন মরিয়া হয়ে উঠে। এক পর্যায়ে গত ১৩ মে হরবিলাশ গাইন বাদী হয়ে প্রতিপক্ষ কৃষ্ণ গাইন ও তার সহযোগীদের ঘায়েল করতে ১৭জনকে আসামি করে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষকে নিয়ে গতকাল শুক্রবার সকালে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। কড়াপুলিশ প্রহরায় হারতা উত্তরপাড় সার্বজনীন রাধাগবিন্দ মন্দিরে সুকুমার পন্ডিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন হারতা ইউনিয়নের চেয়ারম্যান সুনীল বিশ্বাস, ওটরা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন, আওয়ামীলীগ নেতা রন্টু বাইন, নগেন্দ্র নাথ মন্ডল, অশোক হালদার, তাসাদুক বেপারী, রেজাউল বেপারী, পন্ডিত ফনি ভূষনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এক পর্যায়ে থানায় দায়েরকৃত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে স্বীকার করেন হরবিলাস গাইন। উভয়পক্ষের বক্তব্যর শেষ পর্যায়ে উত্তেজনা দেখা দিলে উজিরপুর থানার এস.আই শামিমের নেতৃত্বে পরিস্থিতি শান্ত করা হয়।