শ্রমিক স্বজনদের সোয়া ৩ লাখ টাকার অনুদানে উৎসব

বরিশাল সংবাদদাতাঃ শ্রমিক ভাইরা আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা গাড়ি আস্তে চালান। গতি যেন ৬০ কিলোমিটারের বেশি না হয়। বেশি গতিতে গাড়ি চালিয়ে আপনারা সন্তানকে বাবা হারা, স্ত্রীকে স্বামী হারা বিধবা বানাবেন না। আজ সন্ধ্যা ৬টায় নগরীর নথুল্লাবাদ বাস মালিক সমিতির পক্ষ থেকে সিটি মেয়রকে সংবর্ধনা ও শ্রমিক ইউনিয়ন আয়োজিত মৃত শ্রমিকদের পরিবারকে অনুদান দেয়ার অনুষ্ঠানে বক্তব্যকালে এমন আহবান করেন সিটি মেয়র শওকত হোসেন হিরন।

অনুষ্ঠানে ২০ শ্রমিক পরিবারকে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ৩ লাখ ২৫ হাজার টাকার অনুদান তুলে দেন তিনি। এতে শ্রমিক পরিবার ও তাদের স্বজনদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাস মালিক সমিতির সহ-সভাপতি হাসান আলী শরিফ, সম্পাদক আলমগীর হোসেন, বাকসু কর্মপরিষদের ভিপি মঈন তুষার, নথুল্লাবাদ শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন, শ্রমিক ইউনিয়নের সম্পাদক শাহ আলম ফকির ও ইউনিয়নের অন্যান্য নেতাকর্মী। সভায় সিটি মেয়র শওকত হোসেন হিরন ইউনিয়নের মৃত শ্রমিকের আত্মার মাগফেরাত কামনা করেন।