১২ টি ষ্ট্যাম্পে জোড়পূর্বক স্বাক্ষর গ্রহনের অভিযোগে মামলা দায়ের

গৌরনদী ॥ বেলা ১১টা থেকে রাত ১১ টা পর্যন্ত একটি দোকান ঘরে আটক করে রেখে ১২টি ষ্ট্যাম্পে জোড়পূর্বক স্বাক্ষর গ্রহন করার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন ব্যবসায়ী মোসলেম সর্দার। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে।
গতকাল শনিবার সকালে ব্যবসায়ী মোসলেম সর্দার গৌরনদী প্রেসক্লাবে হাজির হয়ে অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে গত ১০ মে দুপুর ১১ টার দিকে উপজেলার রাংতা গ্রামের ব্যবসায়ী মোসলেম সর্দারকে গৈলা বাজারে একাকি পেয়ে প্রতিপক্ষ আলিম সরদার ও তার সহযোগীরা বাজারের আলম সরদারের দোকান ঘরে রাত ১১টা পর্যন্ত আটক করে রাখে। ওইদিন রাতেই প্রতিপক্ষের লোকজনে নানাধরনের ভয়ভীতি প্রদর্শনসহ মারধর করে বিভিন্ন মূল্যমানের ১২টি ষ্ট্যাম্পে জোড়পূর্বক তার (মোসলেমের) কাছ থেকে স্বাক্ষর আদায় করে তাকে ছেড়ে দেয়। অভিযোগে আরো জানা গেছে, এ ঘটনায় কাউকে কিছু জানালে বা মামলা দায়ের করলে তাকে (মোসলেমকে) জীবন নাশের হুমকি দেয়া হয়। ১২টি ষ্ট্যাম্পে স্বাক্ষর রেখে প্রতিপক্ষের লোকজনে ভবিষ্যতে বড় ধরনের জামানত বা দলিল সৃষ্টি করার আতংকে গত ১৩ মে মোসলেম সর্দার বাদি হয়ে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আগামি ১৩ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসিকে নির্দেশ দিয়েছেন।