বরিশাল বিভাগে স্থাপিত হচ্ছে ৫৯টি প্রাথমিক স্কুল

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল বিভাগের ছয় জেলায় ৫৯টি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে বরিশাল বিভাগীয় শিক্ষা অধিদপ্তরে এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় ১৭টি, পটুয়াখালীতে ১৪টি, ভোলায় ১২টি, ঝালকাঠীতে ৫টি, বরগুনায় ৬টি ও পিরোজপুরের ৫টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বরিশাল বিভাগের ২শ’ ৭৭টি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে গ্রামগুলোর হতদরিদ্র শিশুরা শিক্ষার সুবিধা থেকে মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছে। বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম ফারুক বলেন, মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠি পেয়েছি। বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গ্রামগুলোর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এক্ষেত্রে জমি নিয়ে স্থানীয় ভাবে সমস্যা মোকাবিলা করা প্রয়োজন হতে পারে।

শিক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তালুকদার মো. ইউনুচ বলেন, অনুমোদন পাওয়া ৫৯ গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কাজ শীঘ্রই সম্পন্ন করা হবে। এছাড়া বিভাগের অন্য যেসব গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই সেসব এলাকায় জমি পাওয়া গেলেই সেখানেও প্রাথমিক বিদ্যালয় স্থাপনের অনুমোদন চাওয়া হবে। অনুমোদিত ৫৯টি বিদ্যালয় ছাড়াও আরো ৫০টি স. প্রা. বি স্থাপনের অনুমোদন চাওয়া হয়েছে।