গৌরনদীতে সাবেক ছাত্রলীগ নেতাদের মিলন মেলা
নিজস্ব সংবাদদাতা ॥ তারা কেউ এখন সংসদ সদস্য, কেউ পৌর মেয়র। আবার অধিকাংশরাই ইউনিয়ন চেয়ারম্যান ও সফল জনপ্রতিনিধি। দীর্ঘদিন পর বুধবার তারা সবাই একত্রিত হতে পেরে গর্বিত মনে করছেন। অবশেষে অনুষ্ঠানটি পরিনত হয় সাবেক ছাত্রলীগ নেতাদের মিলন মেলায়। দীর্ঘদিন পর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাবেক ছাত্রলীগ নেতারা একে অপরকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা হয়ে পরেন।
বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ও সংগ্রামের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেককাটা, বর্নাঢ্য আনন্দ র্যালী, আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। বর্নাঢ্য আনন্দ র্যালীতে সর্বস্তরের ছাত্রলীগ নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।
প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি-এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, আকবর হোসেন ফারুক, আনিসুর রহমান আনিস, শহিদুল ইসলাম সাঈদ, গোলাম হাফিজ মৃধা।
বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, প্রচার সম্পাদক স্বপন হাওলাদার, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সোহান ইসলাম মনির, সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বিপ, ছাত্রলীগ নেতা সুমন মাহমুদ প্রমুখ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিনসহ বরিশাল ও গৌরনদীর শিল্পীরা।