বরিশালে ইসলামী ব্যাংক ও ডেসটিনির উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব সংবাদদাতা ॥ ‘সেতু বন্ধনের একশ দিন’ কর্মসুচীর অংশ হিসেবে বুধবার (৪ জানুয়ারি) বিকেলে ইসলামী ব্যাংক বরিশাল শাখার উদ্যোগে শীতার্ত-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ‘১৬ কোটি মানুষের কাছে যাই-আমাদের দেশ আমরা সাজাই’ সামাজিক দ্বায়বদ্ধতার এই মন্ত্রে উদ্ভুদ্ধ হয়ে ইসলামী ব্যাংকের উদ্যোগে বরিশালের সাত’শ দরিদ্র পরিবারের মাঝে চাদর ও কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় শাখা ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বরিশাল জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম হারুনুর রশিদ।
অপরদিকে একইদিন ডেসটিনি এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকার চার শতাধিক দুঃস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে পিএসডি মোঃ মনির হোসেন বাচ্চুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোনেস। বক্তব্য রাখেন ডেসটিনির ডায়মন্ড মোঃ সাইদুল ইসলাম খান রুবেল, পিএসডি শতীশ চন্দ্র রায়, তাহমিনা হক, আনায়ার হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমূখ।