গৌরনদীতে পাটালী গুড়ে ভেজাল! – দু’কারখানার ২০ মন গুড় জব্দ ও লাখ টাকা জরিমানা আদায়

নিজস্ব সংবাদদাতা ॥ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক চিটা গুড়, চিনি ও রং করার জন্য হাইড্রোজ ব্যবহার করে বরিশালের গৌরনদীতে তৈরী হচ্ছে ভেজাল পাটালী গুড়। এসব গুড় খাওয়ার ফলে মানব দেহে কিডনী আর লিভারজনিত রোগের সংক্রমন ঘটে। এ ভেজাল প্রতিরোধে বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় টরকী বন্দরের গুড় ব্যবসায়ী অরুন সাহা ও দিলীপ সাহার দুটি গুড়ের কারখানায় তৈরী ও মজুদ করা ২০ মন ভেজাল গুড় জব্দ করা হয়। স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক ভেজাল পাটালী গুড় তৈরীর অপরাধে ওই দু’গুড় ব্যবসায়ীর প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে মোট একলাখ টাকা জরিমানা করা হয়।

বরিশালের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আফরোজের নেতৃত্বে পরিচালিত ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতে অন্যান্যদের মধ্যে ভোক্তা অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুর রাশেদ খান, বরিশাল র‌্যাব-৮’র উপ-পরিদর্শক মোঃ মহিদুল ইসলাম, জেলা ভেজাল বিরোধী মনিটরিং কর্মকর্তা জি.এম মহিউদ্দিন, বাংলাদেশ কনজুমার রাইট সোসাইটির বিভাগীয় সম্পাদক মাইনুদ্দিন আহম্মেদ মামুন উপস্থিত ছিলেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রবীন্দ্র নাথ গাইন রবীন বলেন, পাটালী গুড়ে ব্যবহৃত হাইড্রোজ ছাড়াও বিভিন্ন রাসায়নিক রং স্বাস্থ্যে জন্য ক্ষতিকর। এতে কিডনী ও লিভারে নানা রোগের সৃষ্টি করে।