আর্কাইভ

গৌরনদীতে ট্রান্সফরমার চুরির হিড়িক – দিশেহারা হয়ে পরেছেন ইরি-বোরো চাষীরা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। গত এক মাসে পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সাতটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ফলে শুরুতেই দিশেহারা হয়ে পরেছেন এসব এলাকার ইরি-বোরো চাষীরা। বুধবার (৪ জানুয়ারি) রাতে বার্থী এলাকার সিরাজ লস্করের ইরি-বোরো ব্লকের ৫ কেভির ৩ টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে ওই এলাকার শত শত কৃষকেরা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসের শেষের দিকে কালিহাতা এলাকা থেকে ১০ কেভির ২টি, বিল্লগ্রাম থেকে ৫ কেভির ১টি, গেরাকুল গ্রাম থেকে ২৫ কেভির ১টি ও সর্বশেষ বার্থী এলাকা থেকে ৫ কেভির ৩ টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এরপূর্বে গত দু’মাসে পৌর এলাকার গেরাকুল মহল্লার একই খুঁটি থেকে তিনবার ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। পল্লী বিদ্যুতের গৌরনদী জোনাল অফিস সূত্রে জানা গেছে, চোরাই হওয়া ৭ টি ট্রন্সফরমারের মূল্য প্রায় ৪ লাখ টাকা। পল্লী বিদ্যুতের নিয়মানুযায়ী চোরাই হওয়া ট্রান্সফরমারের অর্ধেক মূল্য সংশ্লিষ্ট এলাকার বিদ্যুত গ্রাহকদের বহন করতে হয়। এ কারনে ভুক্তভোগীরা দিশেহারা হয়ে পড়েছেন। পল্লী বিদ্যুতের গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু বকর শিবলী ট্রান্সফরমার চুরির কথা স্বীকার করে জানান, ট্রান্সফরমার চুরির ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

আরও পড়ুন

Back to top button