রাস্তা সংস্কারের নামে ফলজ গাছ কর্তন – হামলায় মহিলাসহ চারজন আহত

মোঃ জামাল উদ্দিন, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের হরিসেনা মহল্লার খালপাড়ের একটি পরিত্যক্ত রাস্তা সংস্কারের নামে আজ শুক্রবার সকালে তিনটি পরিবারের অসংখ্য ফলজ গাছ কর্তন করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে তার সমর্থকেরা গাছ কর্তনের সময় বাঁধা দেয়ায় সমর্থকদের হামলায় মহিলাসহ চারজন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

হরিসেনা মহল্লার বাসিন্দা ও হামলায় আহত হালিম সরদার অভিযোগ করেন, তাদের বসত ঘরের পার্শ্বের পরিত্যক্ত রাস্তা সংস্কারের নামে আজ শুক্রবার সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুর আলম খান বাবুল তার ৮/১০জন সহযোগী নিয়ে রাস্তার পার্শ্বের ফলজ গাছ কর্তন শুরু করে। তারা হালিম সরদার, জালাল উদ্দিন খান ও সাবেক পৌর কাউন্সিলর হোসনেয়ারা বেবীর সম্পত্তির একাধিক ফলজ গাছ কেটে ফেলে। এসময় তাদের বাঁধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে কাউন্সিলরের উপস্থিতিতে তার সহযোগী তুহিন, সোহেল, নয়ন সরদার, সোহরাব হোসেন, মোক্তার হোসেন মুক্তি, উজ্জল সিকদারসহ ৮/১০ জনে হামলা চালিয়ে হালিম সরদার, হিমেল সরদার, ফরিদা বেগম ও মাসুদা বেগমকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত হালিম সরদারকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও হামলাকারীরা সাবেক কাউন্সিলর হোসনেয়ারা বেবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে নাজেহাল করে।

হামলার অভিযোগ অস্বীকার করে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর আলম খান বাবুল বলেন, উল্লেখিতদের সাথে বাকবিতন্ডা হয়েছে। এ ব্যাপারে গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ বলেন, রাস্তা সংস্কারের জন্য স্থানীয়দের আপত্তির বিষয়টি কাউন্সিলরকে দেখার জন্য বলা হয়েছিলো। হামলা বা ফলজ গাছ কর্তনের বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলেও উল্লেখ করেন।