বরিশালে মুক্তিযোদ্ধা সংসদের তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

উম্মে রুমান, বরিশাল ॥ বরিশালে মুক্তিযোদ্ধা সংসদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। চলতি মাসের মধ্যে হালনাগাদ কার্যক্রম শুরু হবে এবং এ কার্যক্রম চলবে একমাস।

সারাদেশের মুক্তিযোদ্ধা তালিকা হালনাগাদ করার জন্য গত বছরের এপ্রিলে দেশের সবগুলো মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে চিঠি দেয়া হয়েছিল। ডিসেম্বরে ঐ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় এ মাসে। হালনাগাদ কার্যক্রমে যেসব তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্ক রয়েছে তাদের ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হবে।

বরিশাল জেলা সংসদে তালিকাভুক্ত ৫ হাজার ৯০০ মুক্তিযোদ্ধা রয়েছে। তার মধ্যে ২ হাজার ৪০ জনের বিরুদ্ধে যুদ্ধকালীন ভুমিকা নিয়ে বিতর্ক রয়েছে। তালিকা হালনাগাদ ঘোষণার পর এ পর্যন্ত ৬ হাজার আবেদন জমা পড়েছে।

জেলা কমান্ডার কুতুবউদ্দিন আহম্মেদ জানান, মুক্তিযোদ্ধা বিষয়ে একাধিক প্রশ্ন সম্বলিত ৯ পাতার একটি সিট তৈরী করা হয়েছে। আবেদনকারী যদি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তাকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে ধরে নেয়া হবে। তিনি জানান, ফেব্র“য়ারী মাসের মধ্যেই হালনাগাদ কার্যক্রম শেষ হবে।