আর্কাইভ

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে সভা

নিজস্ব সংবাদদাতা ॥ ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রলীগের উদ্যোগে নগরীর সোহেল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডাঃ মোখলেছুর রহমান।

মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডঃ লস্কর নুরুল হক, জেলা যুবলীগ সভাপতি জাকির হোসেন, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরনে এবং দেশকে কলঙ্ক মুক্ত করতে অতি দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে এ দেশের মাটিকে শত্র“মুক্ত ও পবিত্র করতে পেরেছি। এই পবিত্র মাটি যুদ্ধাপরাধীদের পদভারে অপবিত্র হোক তা এ দেশের মানুষ সহ্য করবে না। দেশ রক্ষায় শহীদদের দেয়া রক্ত বৃথা যেতে দেয়া হবে না। যে কোন মূল্যে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। প্রয়োজনে দুর্বার আন্দোলন ও কঠোর কর্মসূচী গ্রহন করা হবে।
আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য প্রদর্শিত হয়।

আরও পড়ুন

Back to top button