২৫শ’প্রতিবন্ধীকে ফ্রি চিকিৎসা দিয়েছে বরিশাল সমাজসেবা অধিদপ্তর

উম্মে রুমান, বরিশাল ॥ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গত এক বছরে বরিশাল সমাজসেবা অধিদপ্তর প্রায় ২৫শ’ প্রতিবন্ধীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে। একজন কনসালটেন্ট, ৪ জন থেরাপিষ্ট সহকারীসহ মোট ৮ জন লোকজনবল দিয়ে নগরীর কালিবাড়ী রোডস্থ সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের প্রতিবন্ধী সেবা কেন্দ্রে গত বছরের ১২ ফেব্র“য়ারী এ কার্যক্রম শুরু হয়। ১২ ডিসেম্বর পর্যন্ত ঐ পরিমাণ প্রতিবন্ধীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়।

বৃহস্পতিবার প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের স্টিয়ারিং কমিটি ২৫ শারিরীক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ উদ্বোধন করেন কমিটির সভাপতি বরিশাল জেলা প্রশাসক আরিফ-উর রহমান। বরিশাল সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মনোজ কুমার ঘরামী বলেন, প্রতিবন্ধীদের সেবা দানের জন্যই এ কার্যক্রম শুরু করা হয়েছে। তবে শ্রবন ও দৃষ্টি প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য টেকনিশিয়ান না থাকায় এদের চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না। তবে অন্যান্য প্রতিবন্ধীদের ফিজিওথেরাপীসহ অন্যান্য সেবা এখানে বিনামূল্যেই দেয়া হয়।