আজ বরিশাল জেলায় ৮ লক্ষাধিক শিশুকে পোলিও খাওয়ানো হয়

নিজস্ব সংবাদদাতা ॥ আজ শনিবার বরিশালের ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নে ২ হাজার ১৬৪টি টিকা দান কেন্দ্র থেকে ৮ লাখ ৮২ হাজার ৩৫৫ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হয়েছে।

২০তম জাতীয় টিকা বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার বরিশাল সিভিল সার্জন অফিসে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ এটিএম মিজানুর রহমান। বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ রাকিব হোসেন।

২ হাজার ১৬৪টি টিকা দান কেন্দ্রে ০-৫৯ মাস বয়সের শিশুকে ৩ লাখ ৩৬ হাজার ৯৩৭ জন, ০৬ থেকে ১১ মাস বয়সের শিশুকে ২৯ হাজার ৮২৩ জন, ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুকে ২ লাখ ৭৪ হাজার ২৪৭ জন এবং ২৪ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৩১ হাজার ৩৮৪ জন শিশুকে পোলিও টিকা দেয়া হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।

এছাড়া ঐ দিন ০ থেকে ৫৯ মাস বয়সের সকল শিশুদের ২ ফোঁটা পোলিও টিকার সাথে ১২-৫৯ মাস বয়সের শিশুদের ২ লাখ উচ্চ ক্ষমতা সম্পন্ন ১টি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং অনুরূপভাবে ১১ ফেব্রুয়ারী দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে।