সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত জটিলতায় ক্ষুব্ধ ও মর্মাহত মেয়র হিরন – তদন্ত কমিটি গঠনের দাবি

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশার সরকারি বালিকা বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে ফলাফল প্রকাশের পর সৃষ্ট জটিলতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। এক বিবৃতিতে বিসিসি মেয়র এ বিষয়ে উচ্চতর তদন্ত কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করে বলেছেন, তদন্তের মাধ্যমে জনসম্মুখে বিষয়টি পরিষ্কার হওয়া উচিত যে, ফল প্রকাশের ক্ষেত্রে যে ত্রুটি ধরা হয়েছে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন গাফেলতি ছিল কিনা নাকি সত্যি সত্যি উত্তরপত্র মূল্যায়ন শেষে ফলাফল সিট তৈরিতে কম্পিটার ডাটা এন্ট্রি অপারেটর ভুল করেছে।

বিসিসি মেয়র ক্ষুব্ধ ও হতাশাগ্রস্ত অভিভাবক এবং তাদের কোমলমতি সন্তানদের বর্তমান অবস্থার সাথে সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশ করে বলেন, ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে যে ঘটনা ঘটেছে তা কারোরই কাম্য ছিল না। ফলাফল প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরো দায়িত্ববান হওয়া উচিত ছিল বলে মন্তব্য করে বিসিসি মেয়র শওকত হোসেন হিরন বলেন, এ ঘটনায় কারো যদি গাফেলতির বিষয়টি প্রমাণিত হয় তাহলে তার বিধি অনুযায়ী উপযুক্ত শাস্তি হওয়া উচিত। মেয়র সকলকে ধৈর্য ধারণের আহবান জানিয়ে বলেন, আশা করছি এ ব্যাপারে শীঘ্রই একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন হবে এবং প্রকৃত ঘটনা প্রকাশ পাবে।