টরকী বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি

গৌরনদী প্রতিনিধি ॥ দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসায়ী বন্দর বরিশালের গৌরনদী উপজেলার টরকীতে শুক্রবার গভীর রাতে ভয়াবহ এক অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে অন্তত পাঁচ জন আহত হয়েছে।

ব্যবসাযী ও স্থানীয় ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১ টার দিকে টরকী বন্দর মসজিদ মার্কেটের মো. আবুল কালামের ছিট কাপড়ের দোকানের বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মহুর্তের মধ্যে আগুনের লেলিহান আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে। গৌরনদী, উজিরপুর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় ব্যবসায়ীদের প্রায় দুই ঘন্টা আপ্রান চেস্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে আবুল কালাম, সুকচাঁন মন্ডল, জলিল মিয়ার ছিট কাপড়ের দোকান, ভাই ভাই মশারী স্টোর, আলাউদ্দিন শরীফ ও ইদ্রিস মিয়ার মশারী ও কাপড়ের দোকান ভস্মিভুত হয়।

গৌরনদী উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. কবির হোসেন জানান, ক্ষতির পরিমান প্রায় অর্ধ কোটি টাকা। আগুন নিভাতে গিয়ে স্থানীয় সোহাগ হাওলাদার, শ্যামল হাওলাদার, আবুল কালাম, জুয়েল ও সাইমুন আলম আহত হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে জেলা প্রসাশকের কাছে পাঠানো হয়েছে।