আর্কাইভ

উজিরপুরে প্রেমিকের প্রেমের পরিনতি!

নিজস্ব সংবাদদাতা ॥ মোবাইল ফোনে পরিচয়। অতঃপর দীর্ঘদিনের প্রেমের সর্ম্পক। প্রেমিকার ডাকে সারাদিয়ে খুলনা থেকে পাগল প্রেমিক ছুটে এসেছে বরিশালের উজিরপুরে। প্রেমিকার দেয়া স্থান মতে দেখা তাদের উভয়ের দেখা হয় বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদী (দোয়ারিকা) ব্রীজের কাছে। প্রেমিকা রেশমির সাথে উপস্থিত ছিলো তার বোন তানিয়া। সেখানে বসে প্রেমিক জুটির দীর্ঘক্ষণ আলাপ আলোচনার মধ্যে একদল যুবক ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রেমিক শেখ রিয়াজুল ইসলামকে মারধর করে সাথে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। একপর্যায়ে ওই যুবকেরা মটরসাইকেলযোগে প্রেমিকা রেশমি আক্তার ও তার বোন তানিয়া আক্তারকে তুলে নিয়ে যায় অজ্ঞাতস্থানে। অসহায় প্রেমিক রিয়াজুল নিরুপায় হয়ে ছুটে যান উজিরপুর থানায়। অভিযোগ করেন অপহরনের। বেকায়দায় পরেন পুলিশ বেচারারা। হন্য হয়ে খুঁজতে থাকেন অপহৃতা দু’বোনকে। ওইদিন রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন অপহরন নয় এটি একটি নাটকমাত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। একপর্যায়ে উজিরপুর থানা পুলিশ অপহরনের নাটকের পর্দা উন্মোচন করতে ওইরাতেই ছুটে আসেন প্রেমিকা রেশমির গৌরনদীর বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামে বাড়িতে। পুলিশ ওইবাড়িতে এসে দেখতে পায়, অপহৃতা ওই দু’বোন বাড়িতেই আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রহার গ্রামের মৃত নুরুল ইসলামের কন্যা তানিয়া আক্তারের ভাড়াটিয়া লোকজনেই এ নাটক সাজিয়েছে। উদ্দেশ্য ছিলো প্রেমিক রিয়াজুলের অর্থ আত্মসাত করার। বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

Back to top button