আর্কাইভ

ইরাকের একটি কারাগারে ৮০ মিটার সুরঙ্গ খুঁড়ে কারাগার থেকে পলায়ন!

নিজস্ব সংবাদদাতা ॥ একেবারে হলিউডি সিনেমার অবিকল কাণ্ড ঘটিয়েছেন ইরাকের একটি কারাগারের কয়েকজন বন্দি। হলিউডের শাশঙ্ক রিডেম্পশন সিনেমার সেই বন্দি যে ছোট্ট একটি হাতুরি দিয়ে দীর্ঘ সুরঙ্গ খুঁড়ে পালিয়েছিলেন তার মতো করে ৮০ মিটার দীর্ঘ সুরঙ্গ দিয়ে পালিয়েছেন ১১ জন কারাবন্দী। ইরাকের উত্তরাঞ্চলীয় একটি কারাগারে গত শনিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে কারা কর্তৃপক্ষের নাকের ডগায় এতো বড় সুরঙ্গ তৈরি করল আর কাকপক্ষীও তা টের পেল না- এই ঘটনা জেনে হতভম্ব কারাগারের গভর্নর।উত্তরাঞ্চলীয় কুর্দি প্রদেশ দোহুকের জিরগা কারাগারের ১১ জন বন্দি পালিয়ে গেছে বলে এক বিবৃতিতে  জানিয়েছেন কারাগারের প্রধান শাবান জামেল। তবে বন্দিরা সুরঙ্গ খুড়লেও সেখানে কোনও প্রমাণ রেখে যায়নি। ফলে তারা কীভাবে সুরঙ্গটি খুড়তে পারল তাও বুঝা যাচ্ছে না।

মাদক চোরাচালান, খুনসহ বিভিন্ন অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এই বন্দিরা ৫ বছর ধরে এই কারাগারে ছিল বলে জানা গেছে। পালিয়ে যাওয়া বন্দিদের ধরতে অভিযান শুরু হয়েছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ২০০৮ সালে স্থাপিত জিরগা কারাগারটিতে আটক বন্দির সংখ্যা প্রায় ৬শ’। ইরাকের স্বায়ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানের শ্রম এবং সমাজ সেবা বিষয়ক মন্ত্রণালয় কারাগারটি পরিচালনা করে।
-খবর: আজকের বাংলা

আরও পড়ুন

আরও দেখুন...
Close
Back to top button