বিএনপি’র রোডমার্চে সঙ্গী হয়েছেন ২০০’র বেশি সাংবাদিক

নিজস্ব সংবাদদাতা ॥ বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ও সমমনা ১৬টি দলের চট্টগ্রাম অভিমুখে  রোডমার্চের সংবাদ কভার করতে ঢাকা থেকে দুই শতাধিক সাংবাদিক গিয়েছেন চট্টগ্রামে। এর মধ্যে টেলিভিশন, পত্রিকা ও অনলাইন পত্রিকার রিপোর্টার, ক্যামেরা পারসন ও ফটো সাংবাদিকরা রয়েছেন। কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা আগেই চট্টগ্রাম পৌঁছে যান। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে রয়েছেন অনেকে।

চট্টগ্রামে যাচ্ছেন এমন অনলাইনের সাংবাদিকদের মধ্যে আছেন ইউএনবি’র রাশেদ আহমেদ মিতুল, বিডিনিউজ ২৪ডটকমের সুমন মাহমুদ, বাংলানিউজ২৪কমের আসাদ জামান ও বার্তা২৪ ডটনেটের মহসিন হোসেন। প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মধ্যে আছেন অর্থনীতি প্রতিদিনের খুরশীদ আলম, বাংলা বাজারের মনিরুল ইসলাম, যুগান্তরের এনাম আবেদীন, জনকণ্ঠের শরীফুল ইসলাম, ইনকিলাবের রফিক মুহাম্মদ, ভোরের কাগজের খোন্দকার কাওছার হোসেন, বাংলাদেশ প্রতিদিনের শফিউল আলম দোলন, সকালের খবরের রেজাউল করিম লাভলু, মানবজমিনের কাফি কামাল, ইত্তেফাকের আনোয়ার আলদীন, আমার দেশের মাহবুবুর রহমান, আমাদের সময়ের মামুন স্ট্যালিন, প্রথম আলোর তানভির সোহেল, ফটোগ্রাফার মনিরুল আলম, ডেইলী স্টারের রাকিব হাসনাত সুমন, যায়যায়দিনের হাসান মোল্লা, সমকালের হাসান শিপলু, নয়াদিগন্তের মঈন উদ্দিন খান, কালেরকন্ঠের শফিক সাফি, সংগ্রামের জাফর ইকবাল, আজকালের খবরের আবদুর রশিদ অর্ণব, বাংলাদেশ সময়ের ইকরাম উদ-দৌলা, দিনকালের আরিফুজ্জামান মামুন, জনতার এম রফিকুল ইসলাম, ডেইলি সানের মাসুম মোল্লা ও ইনডেপেন্ডেন্টের আইন উদ্দিন রয়েল। রেডিওর সাংবাদিকদের মধ্যে আছেন রেডিও টুডে’র হাসনাইন ইমন, এবিসি’র জিলহাস উদ্দিন নিপুন, রেডিও আমার-এর জাহিদুল ইসলাম রনি। বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টিভি’র শফিক আহমেদ, এটিএন বাংলা’র মইনুল আহসান, চ্যানেল আই’র সালেহ বিপ্লব, আরটিভি’র ইকবাল ফরহাদ, ইসলামিক টিভি’র মাইদুর রহমান রুবেল, বাংলাভিশনের সেকান্দার রেমান ও জাহাঙ্গীর আকন্দ, দিগন্ত টিভি’র জুনায়েদ আলী সাকি, দেশ টিভি’র কায়সার রহমানী, ইনডিপেন্ডেন্ট টিভি’র সালাউদ্দিন মীম, একুশে টিভি’র তাপসী রাবেয়া, সময় টিভি’র সাইফুদ্দিন রবিন ও মাই টিভি’র ইউসুফ আলী রয়েছেন রোডমার্চে। ফটো সাংবাদিক নয়াদিগন্তের নুর হোসেন পিপুল, যুগান্তরের খান মোহাম্মদ নজরুল ইসলাম, আমার দেশের গোলাম মোস্তফা, বাংলানিউজের দেলোয়ার হোসেন বাদল, সংগ্রামের নজরুল মাসুদ, ফোকাস বাংলা’র আবদুল্লাহ আল মোমিন, দিনকালের বাবুল তালুকদার, ইনডিপেন্ডেন্টের মিজানুর রহমান খান, ইনকিলাবের ইকবাল হাসান নান্টু ও সকালের খবরের কাজী বোরহান উদ্দিন কভার করছেন রোডমার্চের খবর।