আর্কাইভ

ইভিএমের সাংঘাতিক দরকার -ছহুল হোসাইন

নিজস্ব সংবাদদাতা ॥ নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, ‘‘সুষ্ঠু নির্বাচন চাইলে ইভিএমের সাংঘাতিক দরকার। স্থানীয় নির্বাচনগুলোতে ইভিএমের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। স্থানীয় নির্বাচন দেখে দলগুলো আশা করছি জাতীয় নির্বাচনে ইভিএমকে সর্মথন দেবে।’’ রোববার বিকেলে ইসি সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘‘ইভিএম ছাড়া এতো সহজে এত অল্প সময়ে অন্য কোনো উপায়ে ভোটগ্রহণ করা সম্ভব নয়। তাই দলগুলোকে এ বিষয়ে ভেবে দেখা উচিত।’’

তিনি বলেন, ‘‘চলতি সপ্তাহের মধ্যেই ইসি শক্তিশালীকরণে সরকারের কাছে সুপারিশমালা পাঠাবে কমিশন। আওয়ামী লীগ ও বিএনপিকে পুনরায় ডাকার কোনো ইচ্ছা ইসির নেই। সংলাপে দলগুলোর কাছ থেকে যে পরামর্শগুলো উঠে এসেছে তাই সুপারিশে রয়েছে।’’

কি আছে সুপারিশে? জানতে চাইলে তিনি বলেন, ‘‘সুপারিশ সরকারের কাছে গিয়ে প্রকাশিত হওয়ার পর সবই জানতে পারবেন। আগ বাড়িয়ে কিছু বলা সম্ভব নয়। তবে ইসির ভবিষ্যৎ চিন্তা করেই সুপারিশ করা হয়েছে।’’ তিনি বলেন, ‘‘পর্যায়ক্রমে সবগুলো নির্বাচনে ইভিএমে ভোট নেয়া হবে। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য প্রয়োজনে সবগুলো দলের মতামত নেয়া হবে।’’

কুমিল্লার সিটি করপোরেশনে নির্বাচন ইভিএমের কল্যানেই এতো ভাল হয়েছে বলেও জানান তিনি। ‘‘ইভিএমকে জনপ্রিয় করতে আরো ব্যাপক আকারে ক্যাম্পেইন করা দরকার’’ বললেন তিনি।

আরও পড়ুন

আরও দেখুন...
Close
Back to top button