সংবাদে শীর্ষে একুশে টেলিভিশন

নিজস্ব সংবাদদাতা ॥ ৫১তম সপ্তাহের টিআরপি রিপোর্টে সংবাদ শাখায় শীর্ষে রয়েছে একুশে টেলিভিশন। সংশ্লিষ্ট সপ্তাহের জিপিআই (জেনরে পারফরমেন্স ইনডেক্স) এ তথ্য জানাচ্ছে। ওই সপ্তাহে চ্যানেলটির জিপিআই ছিল ১৬০ শতাংশ। ৫১তম সপ্তাহের (১৭-২৩ ডিসেম্বর) টিআরপিতে সার্বিক বিচারে তালিকার ২ নম্বরে জায়গা পেয়েছে একুশে। এ বিবেচনায় সপ্তাহটি চ্যানেলটির জন্য ছিল সুখকর। এ সপ্তাহে সংবাদ ক্যাটেগরিতে ২ নম্বর চ্যানেল মাছরাঙা। এ চ্যানেলের জিপিআই ছিল ১৫৩ শতাংশ। ১৩১ শতাংশ জিপিআই নিয়ে চ্যানেল আই-এর অবস্থান ৩-এ। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি সংবাদ রয়েছে তালিকার ৪ নম্বরে। এর জিপিআই ১২২ শতাংশ। তালিকার ৫ ও ৬ নম্বরে রয়েছে যথাক্রমে আরটিভি এবং এটিএন বাংলা সংবাদ। চ্যানেল দু’টির জিপিআই যথাক্রমে ১১৮ ও ১১০ শতাংশ।  ১০৯ শতাংশ জিপিআই নিয়ে বাংলাভিশন সংবাদ রয়েছে তালিকার ৭ নম্বরে।এনটিভি ও বৈশাখী সংবাদ রয়েছে ৮ এবং ৯ নম্বরে। এদের জিপিআই ৯৬ এবং ৯০ শতাংশ। দিগন্ত টেলিভিশন রয়েছে এর পরের অবস্থান অর্থাৎ ১০ নম্বরে। ১১ নম্বরে দেশ টিভি। মাই টিভি রয়েছে তালিকার ১২ নম্বর অবস্থানে।

আজকের বাংলা