আর্কাইভ

সংবাদে শীর্ষে একুশে টেলিভিশন

নিজস্ব সংবাদদাতা ॥ ৫১তম সপ্তাহের টিআরপি রিপোর্টে সংবাদ শাখায় শীর্ষে রয়েছে একুশে টেলিভিশন। সংশ্লিষ্ট সপ্তাহের জিপিআই (জেনরে পারফরমেন্স ইনডেক্স) এ তথ্য জানাচ্ছে। ওই সপ্তাহে চ্যানেলটির জিপিআই ছিল ১৬০ শতাংশ। ৫১তম সপ্তাহের (১৭-২৩ ডিসেম্বর) টিআরপিতে সার্বিক বিচারে তালিকার ২ নম্বরে জায়গা পেয়েছে একুশে। এ বিবেচনায় সপ্তাহটি চ্যানেলটির জন্য ছিল সুখকর। এ সপ্তাহে সংবাদ ক্যাটেগরিতে ২ নম্বর চ্যানেল মাছরাঙা। এ চ্যানেলের জিপিআই ছিল ১৫৩ শতাংশ। ১৩১ শতাংশ জিপিআই নিয়ে চ্যানেল আই-এর অবস্থান ৩-এ। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি সংবাদ রয়েছে তালিকার ৪ নম্বরে। এর জিপিআই ১২২ শতাংশ। তালিকার ৫ ও ৬ নম্বরে রয়েছে যথাক্রমে আরটিভি এবং এটিএন বাংলা সংবাদ। চ্যানেল দু’টির জিপিআই যথাক্রমে ১১৮ ও ১১০ শতাংশ।  ১০৯ শতাংশ জিপিআই নিয়ে বাংলাভিশন সংবাদ রয়েছে তালিকার ৭ নম্বরে।এনটিভি ও বৈশাখী সংবাদ রয়েছে ৮ এবং ৯ নম্বরে। এদের জিপিআই ৯৬ এবং ৯০ শতাংশ। দিগন্ত টেলিভিশন রয়েছে এর পরের অবস্থান অর্থাৎ ১০ নম্বরে। ১১ নম্বরে দেশ টিভি। মাই টিভি রয়েছে তালিকার ১২ নম্বর অবস্থানে।

আজকের বাংলা

আরও পড়ুন

Back to top button